অনায়ও দেবদারুর উর্দ্ধসীমায়,
যখন এলো-মেলো, দিক বে-দিক;
ঐ যৌগিক বান,
নিজের মত অন্য-কেউ খেলাতে শুরু করে।
আমিও তখন.....,
এমনি পদে পদে... দিক হারা।


কোথায়... আমার ঠিক-ঠিকানা এবং আমি?
আমি....  কোথায়ও... ভেসে যাচ্ছি!
চির উম্মূল প্রেম সভাবে....;
তা আমার জানার... সীমানায় পড়ে না।


কিন্তু... অর্ধেক ভয়ের জন্য.... অভিজ্ঞতা'ও অল্প,
তবুও কিছু প্রেম, আর কিছু ক্ষয়...!
যৌবনে'ও এলো।
এখন তার ফর্সা স্তন আমার আর ভালো লাগে না;
সেখানে পাহাড়ি ছত্রাক হামাগুড়ি দিচ্ছে,
তবুও ইজারের বন হাতের ছোঁয়াতেই নেমে এলো।
ঐ খানকার চাহনিতে তেমন সৌজন্যতার প্রকাশ মেলেনি।
তারপরও শরীরে মাঝে কাঁটা দিয়ে ওঠে বিষাক্ত রক্ত!
একে ওপরের সাথে শরীর নোয়াইতে ;
যা ঘটে গেলো.... তা.. অনেক।


তবুও যে প্রথম তুমি আজ দুপুরে...,
কিন্তু দুপুর কি... জেগে থাকবে একা?
তার পরেও অপেক্ষায় রেখেছি তাকে,
উন্মুক্ত কাল্পনিক অট্টালিকায়।
এই নগ্নতার দৃশ্য পাহারা দেয় কাক;
সমস্ত দৃশ্যপট এভাবে সাঝাঁলাম,
সে'ই চোখ আমার নিজস্ব।
অথচ আজ....  কি ভাবে আছে?



[ সারথী, ❤️ লেখা- ১৩.০৬.২০০২]