ভাবান্তুক মনের কাঁচারীঘরে,
পীড়ি পেতে বসা বেওয়ারিশ কিছু চিন্তা;
অস্পষ্ট অনুভূতি এবং আবেগ....;
অহেতুক মস্তিষ্ককে চষে বেড়াচ্ছে ।


মানব মস্তক জমিনে মুছে ফেলতে চাওয়া গ্লানী ;
ধোঁয়া হয়ে বাতাসে মিলে যায়।
ল্যাম-পোষ্টের সোডিয়াম বাতির আলোতে,
পা ভাসিয়ে ঠিকানাহীন পথে হেঁটে চলা।


নীল আকাশের সন্ধা তারাগুলো,
বেড়াতে যাচ্ছে ঝিঁঝিঁ পোকার বাসায়।
চাঁদের বুড়ী তার সুতোয় আবেগ'কে শুকাতে ব্যাস্ত;
নিস্তব্ধ জোৎনায় অস্পষ্ট কবিতা মন'কে ভাবতে শেখায়..!


মধ্য রাতে শুনতে ইচ্ছে করে,
আরেকটু পরেই সকাল হবে;
আযানের ধ্বনী ও মোরগের ডাকে লাল সূর্য,
জাগাবে তোমায়.... এবার এরও একটু ঘুমাও।



[ সারথী, ❤️ লেখা-০৬.০২.২০২৪ ]