আগামীতে তুমি এবং আমি;
দূরত্বের পরিধি থেকে কিছুটা,
স্থির দূরত্বের অভিমুখে অবস্থান নেব।
ভালোবাসার ললাট কবিতা গুচ্ছ,
আজ.... নিঃসঙ্গ সমাপ্তির,
আলপনা আঁকতে বসেছে।
এর কারন মিলাতে'ই.... দেখবে,
তৃতীয় পক্ষের অবস্থান নিশ্চিত।


তবে....,
এ নিঃস্বার্থ কয়েদখানার সমাজ শৈলরাজদের কি লাভ ?
হৃদয়ের ভালোবাসা গুলোকে তুলা ছাটা করা,
অন্যের ব্যাক্তিস্বার্থে অহেতুক নিজেকে শুচ হিসাবে অবস্থান দেওয়া।
তা অ'জানা আমার এবং হতে পারে আমাদের'ও।


আজ এ সমাজের ভালোবাসাতে ঘুন ধরেছে,
এ মুখোশ আজ কোন কিছুই তোয়াক্কা করে না;
নিজের স্বার্থময়ী ধুর্মজালের নেশায়।
আজ....
নিজের স্বত্তা, সম্পর্ক, সম্মান, বিশ্বাস, অতীত এবং আগামী, কোন'টা-কেই আপন বোধ করছে না।
নিজের লালন করা রক্ত কেউ বলি দিতে চাই'ছে।


কেউ সুন্দর জীবনের গল্পকে বাঁচিয়ে রাখতে এবং বেঁচে থাকতে আপ্রাণ চেষ্টায়।
আজ তাকেই মিথ্যার দাবানলে সেদ্দ করে, অপবাদের চেষ্টায়.... সমাজ এবং
তার'ই ... নেপথ্য তৃতীয় পক্ষ'ও মেতেছে।


এর'ই মাঝে সখের করাতে কাঁটছে এদেরই সত্তা-মুকুট!
নিঃস্পাপ আগামীকে আজ....
মিথ্যা মিশ্রিত প্রতিশ্রুতির দেয়ালে খোদায় করছে।
নিজেদের সাময়িক স্বার্থ খোঁজে....
মায়ার আঁচল থেকে ছুড়ে ফেলছে প্রানের স্বত্তাকে,
একটু ভূল যা সাময়িক হলেও আগাম আলো'কে নিভিয়ে দিচ্ছে।
নিঃসঙ্গ সমাপ্তির মাঝে ঝুলছে এদের জীবন।



[ সারথী, ❤️ লেখা- ১৯.১২.২০২৩ ]