এ মুহুর্তে আমি যা লিখছি,
জানিনা আদৌ...ও কেউ পড়বে কি?
তা জানা নেই....।
সেই জন্য তৈরি করেছি,
অনন্তরের ওপারে একজন কল্পিত মানুষ।
হয়তো সে হবে,
আমার খুব আপন জন।


তুমি জানো না,
তোমার রোদ্রু ভেজা ঘর;
অপরিচিত জানালার কার্নিশ,
আতরনহীন মেঝে;
কেমন করে এত স্থিরধী, অচঞ্চল।


তোমার চোখে ভোরের পূর্বাভাস,
আমিও তোমার মত আগুনে পুড়েছি।
আবার.....;
তুষারের মত হয়েছি শীতল।
আজ...,,
দু'টি চোখ'ই আচ্ছন্ন হয় মৃত্যু কুয়াশায়।


দূরীভূত সন্ধি মনে বুদ্ধি আঁটে,
শূন্যতার মুখোমুখি দাঁড়ালেই;
শব্দের ভীড় কমে!
মৃত্যু হয় অ-মৃত মৃত্যু!


চেতনার বুকে খড়ার পরব;
হৃদয়ে জমেছে জলহীন মরিচা।
বিবেকের কাছে বিবেক নিজেই অপরাধী।
সত্যতার অবস্থান আজ....,
মিথ্যার কাছে ঘোমটা টেনেছে।
অন্যায়ের কাছে ন্যায়কে সোপেছে সমাজ।
তবুও মেনেছি এ সমাজকে....।


আজ ও এখন......
নেচে উঠে কারা মুক্ত ধুলোট হৃদয়,
খুলে খুলে পড়ে আনন্দোৎসবে;
এর পরেও.....
আমি যা লিখছি।


[ সারথী, ❤️ লেখা-২৩.০৪.২০০০]