যেখানে আমার ভালোবাসার গন্ধ নেই,
তবে... আজ সেখানে আ'র,
আমার পাবার আকাঙ্ক্ষা উঁকি দিয়ে উঠে না।
আমার মানে হয়....চাহিদার কাছে...,
এ জীবন মরুভূমিতে রুপ নিয়েছে।


যেখানে আমার ভালোবাসার উত্তাপ্ততা নাই,
আজ আর সেখানে চাওয়া-পাওয়া নেই,
আকাঙ্ক্ষার কৌতুহল নেই।
আবেগ..  তার,
মৌনতা'কে মাটি-চাপা দিয়ে রেখেছে;
যেখানে আমার অস্তিত্ব আজ নিশাদ হয়ে আছে।


যেখানে আমার ভালোবাসার গন্ধে,
একদিন সুবাসিত ফুল ফুঁটে ছিলো।
সূর্যের হাঁসির মাঝে রাতের চাঁদকে,
সেদিন বুকের মাঝে লুকিয়ে রেখেছিল।
সেদিন আমিও ভালোবাসার তৃষ্ণা মিটিয়ে ছিলাম,
তার ঠোঁটের মৃদু আগায়;
কিন্তু... আজ...!
সেই ঠোঁটের উপর লবণাক্ত তুষারের স্তুপ জমেছে।
যেটুকু ভালোবাসা আমার জন্য ছিলো....
সে...খা....নেই !


তারপর দু'জনার চুপি সারে পথ চলা,
পুনরায় জলসা ঘরে নিজে বলি দেওয়া....
একটি সিগারেটের সিরায়, পিয়ালায় চুমুকে মাঝে,
অচেনা ভূল গুলো খুঁজে ফেরা।
এবং...
পূর্বের অবস্থান 'কে মেনে নেওয়া।


ভূলের মাঝে ভূল বুঝা-বুঝি...
আর অচেনা গল্পকে সাঁঝাতে,
স্বাধীন জীবনের দ্বায়িত্ব নিজেদের মাঝে;
জীবনকে এভাবেই মেনে নেওয়া!
আর... এ ভাবেই অচেনা পথ চলা নিরন্তর।



[ সারথী, ❤️ লেখা-২০.০৯.২০০১ ]