" জয়ী সমাবেশ "


শতাব্দীর ঐ রাজশাহী'তে,
ফুটবল আন-উর্ধ উনিশ চারটি দল;
ভগাভাগি'তে গোল নিলো সব,
শ্রীলঙ্কা আর মালদ্বীপ।
টেস্ট চ্যাম্পিয়ানদের জন্য রহিল,
ইরান যাবার প্লেন টিকিট।


বাংলাদেশ-ইরানের মধ্যে চ্যালেঞ্জ,
রুদ্রশ্বাসের এই ফাইনাল।
প্রথম আর্ধে ফলটা ছিলো বাংলার,
বাংলাদেশ রেখেছিলো দেশের সম্মান।
দ্বিতীয়ার্ধে গোল পেলো ইরান,
আনলো সমতা সেই,
বাংলাদেশ দলের পরিনর্তির কথা!
জানলো সবাই জানলো শ্রোতা;
দূর ভাগ্য হায়, বাংলাদেশের।


হারালো তাই চা'ন্স,
পয়েন্ট ভাগে ইরান পেল;
ফাইনালে যাবার স্বার্ধ।



[ সারথী, ❤️ লেখা-১০.০৪.২০০১]