আষাঢ়ের বৃষ্টি হীন ক্লান্ত কোন বিকেলে,
পঁচা-কাঁদা মাখা বিস্তীর্ণ উঠানের মাঝে;
অগোছালো পাটশলা আর খড়-গাদার ফাঁকে,
আপন মনে লুকোচুরি খেলা উইপোঁকা আর ঘাস ফড়িং-র দলের;
সে'দিন রং বি-রঙ্গের ফড়িং'র সাথে হাত মিলিয়েছি।
ওদের মিলন পাঠশালাতে খেলতে মেতেছি আমিও;
কখনও কখনও দুই আঙ্গুলের মাঝে মিলে যায়,
ঘাস-ফড়িং'র পাখা;
আবার... কখনও পুরাটাই পারি ধরতে
এবং পারি...ও.  না।
তবে...., ধরতে পারলে,
ঘাস-ফড়িং'র লেজে সুতা পরিয়ে ছেড়ে দেয়;
মুক্ত আকাশটা আবার দেখার আগ্রহ জাগে মনে..!
এছাড়া ছোটদের হাতে তুলে দিয়েছি...অনেক বার।
কখনও তারা ভয়ে....,
এবং....,
খেলার আনন্দে মৃত্যু ঘটা'তো.... নিজ হাতে!
ঘাস-ফড়িং'কে লেপটে নিতো দু'তালুতে।
এ ভাবে কত সময় পার করেছি ওদের সাথে;
এখনও মনে হলে....
শৈশবের পালা বদলের মুহুর্ত টুকু বারংবার,
অচেনা স্বপ্ন'কে নিয়ে ফিরে যেতে চাই ;
ঘাস -ফড়িং'র কাছে।



[সারথী, ❤️ লেখা-২২.০৯.২০০২]