নিস্তব্ধ রাত।
সাদা অন্ধকার,
নিশ্বাসের মত;
বাতাসের নিঃশব্দ আসা-যাওয়া।
মধ্যরাতে হঠাৎ ঘুম চেতন হলো আঁখি,
জানালার পর্দা গুটিয়ে দেখি,
আঁকাশে ভাঙ্গা এক টুকরো চাঁদ।
তার রুগ্ন আলোর ছটাগোটা,
পরিবেশ'কে করেছে রহস্যময়।
কি অপূর্ব উদ্যোগ এই পৃথিবীর?
কিন্তু...!
ঘুম জাগা চোখে অন্যরকম মনে হলো আমার।
মনে হলো....,
নৈঃশব্দের মাঝেও দীর্ঘ জীবনের স্বরলিপি!
কখনও গারো পাহাড়,
কখনও ব্যাবিলন।
আবার...,
কখনও বা সমুদ্র জোয়ারের গল্প কথা।
আন মনে ভেসে চলে,
ভেসে চলে....;
ভালোবাসায় কুড়িয়ে পওয়া,
সেই নারীর কথা।
তার স্মৃতিতে লেপ্টে থাকা৷  
অস্তিত্বশীল কিছু দিনের কথা,
ভালোবাসার কবিতা,
অবাস্তবতার মাঝেয় সৃষ্টি হয়।
ভালোবাসা কখনও নিরবে কাঁদে,
কখনও বা সাদা অন্ধকারের মাঝে।
কবির নীলাঞ্জনা শুধু!
কবির কবিতার মাঝেয় জন্ম পায়,
বাস্তবতার দাবা নলে সে,
কখনওই পূর্ণতা পাই না!



[ সারথী, ❤️ লেখা- ০৫.১২.১৯৯৯ ]