একদিন তুমি আসবে,
নিঃশ্বদ্ধতার বেড়াজাল ডিঙিয়ে।
মুক্তির অন্বেষণে,
সময়ের প্রয়োজনে,
একদিন তুমি আসবে।
অভিমানের সব দরজা খুলে,
অহংকার'কে ডাষ্টবিনে ছুড়ে ফেলে।
তুমি অন্ধের সগৌরবে,
কত যুবক কে'ই না!
তোমার ফর্নার আঘাতে ক্ষত করেছো।
তুমি...... সেখানে,
আমাকে স্থান দিতেও দিধা রা'খনি।
আমি তোমার অস্তিত্বের মাঝে,
নত স্বীকার করেছি;
করেছি গোপন ভালোবাসার অন্তরালে,
একটু পূর্ণতা পাবার আশায়।
তবুও জানি....,
একদিন তুমি আসবে।
আমার অবাস্তব স্বপ্নের মাঝে,
আকাশের ছোট্ট তারাকে সঙ্গে নিয়ে;
সকালের সোনালী রোদ্রুর গায়ে লেপ্টে,  
তুমি আসবে একটু ভালোবাসার আবেগ নিয়ে;
আমারী কাছে...।
জানি.... তুমি আসবে।



[ সারথী, ❤️ লেখা- ০৩.০৩.২০০০]