ঘুমন্ত সাগরের ঢেউয়ের গর্জন উঠেছে,
মুক্ত আকাশ.....,
অন্ধকারে সেঁঝেছে কিছুটা হলেও।
অনেক'গুলো চোখ তাকিয়ে আছে পৃথিবীর দিকে;
ঘাসের উপর ভেঁজা শিশির,
অন্ধকারের আবছা আলোয়
তোমাকে খুঁজেছি।


উড়াল পাখির ডানার মাঝে,
বিদায়ী ঠোঁটের মৃদু মৃদু কম্পনের অনুভবে;
কবির মাঝে অনুভূতির হৃদয়ে,
স্তুপ'কার কবিতার পান্ডুলিপিতে;
শিল্পীর হাতের সৃষ্টির তুলিতে,
খুঁজেছি তোমায়।


ভালোবাসার আবেগী কন্ঠস্বরে।
সূর্য উদ্ধিত দীপ্তির বীরে,
একগুচ্ছ সান্ত্বনার বানীতে;
মিষ্ট-মধুর মাদকতার মাঝে,
ভেজা মাটির গন্ধে,
শেষ উষ্ণ নিশ্বাস টুকুর মাঝে;
আমি তোমাকেই খুঁজেছি।


সারথী....,
শুধুই তোমাকে।
তাই.....!
তীশুল গন্ধ শুকে যায়,
ঠাণ্ডা মাংসের স্তরে স্তরে।
আমার হৃদয় এখন বেকার গ্রন্থ;
অন্তঃসলিলা ফাগুন ধারার মত,
জানি...., কষ্ট পাবে কি?
তবুও বলি....
মৃত্যুর মাঝে আমি চিরো মরনে।


সারথী....!
শুধু তোমারী ব্যার্থতায়,
একটু ভালোবাসার আবেগ নিয়ে,
অকৃত্রিম পরিচয়ে;
আমি তোমাকেই খুঁজেছি।


[ সারথী, ❤️ লেখা- ১৫.০১.২০০০]