তুমি আছো....!
অচেনা একটি জীবন্ত ঠিকানায়,
নিস্তেজ নীল আভা ছড়িয়ে;
হৃদয়ের অচেনা ভালোবাসায়।


তুমি আছো....!
জীবন্ত অথবা জড়ো সত্তায়;
নিশ্বাসহীন কঙ্কালের হৃদয় মাঝে।


তুমি আছো....!
বিশ্বাসকে বিশ্বাস করে।


ভালোবাসার লেনদেন,
হৃদয়ের মাঝে, নতুন হৃদয়ের আবির্ভাব;
অপেক্ষা করতে পারেনা,
অন্ধকার নিস্তেজ ঘরে।
স্বপ্ন শোভা হৃদয় হারা,
প্রস্তুত নই আমি।


তুমি আছো....!
তুমি থাকবে,
কবির কবিতায়,
হৃদয়ের সংরক্ষিত ভালোবাসাতে।


শরতের এই সন্ধা দ্বীপে,
আবছা আলোয় পা মাড়িয়ে।
বুকের ভাঙ্গন শব্দে,
জ্যোতিময় মরনের যন্ত্রণা,
অমৃতের জ্যোতি মাখা মুখশ্রীতে;
তুমি আছো....!
তুমি থাকবে....আমারী।


[ সারথী, ❤️ লেখা- ০৪.০১.২০০০]