আমার মৃত্যুটা কালো দিয়ে লিখে রেখো
সেই মৃত শরীরের না থাকুক কোনও আবেগ
না থাকুক ভালোবাসার কোনও চিহ্ন
আমার মৃতদেহ পড়ে থাক অগণিত সম্ভব নয় এর ভীড়ে
আমার আত্মা হারিয়ে যাক অপ্রতিষ্ঠিতদের মাঝে
আমার মৃত্যু হোক অন্ধকারের মতো তিক্ত
আমি অগণিত আগামীর সম্ভাবনাকে ছুড়ে ফেলেছি আস্তাবলে
নিজের বলে গর্ব করার কেউ নেই,
তাদের বুঝি আর প্রয়োজন নেই আমাকে
আমার তিলে তিলে ঘটে চলা সুর্যাস্তের সাক্ষী ছিল সবাই
তবুও তার পার্থিবতা অগ্রাহ্য করেছে সকলেই
তাই কালোতেই ধুয়ে যাক আমার সমস্ত চাওয়া।
শুধু গোধূলির আলো মাখা কোনও এক বিকেলে পুড়িয়ে দিও আমার অস্তিত্ব।