ক্ষতি কি বলো পাত্র যদি
নাইবা হলো কার্তিক !
তা বলে কি বিয়ে হবেনা ,
বন্ধ নাকি চারদিক?
ঘরে যদি আনতে চাও
লক্ষ্মীমন্ত কনে ,
ভয় পেওনা এগিয়ে যাও
চিন্তা নিও না মনে;
যদি থাকে হাত ভর্তি
ভরিয়ে দাও পনে।
ছিঃছিঃ পন তো নয় দান ওটা
মেয়ের ই সুখের জন্য
তার জন্য গোঁ কেন ধরো
বিয়ে দেখোনি এ পর্যন্ত?
বেশি কিছুই চাই না আমার
যা দেওয়ার তাই দেবে
তবে কিন্তু তাড়াতাড়ি
নগত টাকাটা, দিও ভেবে।
আঃ হা পাঁচলাখ না চারেই হবে
সঙ্গে তো আছে আংটি ,
খাবার পরে পাতের মধ্যে
দিও কিন্তু পান টি।
গয়নাগাটি নাহয় কমই দিও
নাক কান আর গলায় ,
আঃ হাতের চুড়ি আবার বলতে হবে নাকি?
মাঝে বলে কোন শালায়।
টিভি ফ্রিজ আর আলমারিটা
না হলেই আর নয়
এসব তো মেয়ের ই সুখের তরে
নাঃ আর তো কিছু নয়।
ও হ্যাঁ ভালো কথা
বর আসবে যখনি ,
আশীর্বাদের আংটি টা-
দিয়ে দিও তখনি
কি বললে ?
"এতো কোথায় পাবো?"
তবে কেন আগে বাড়িয়ে বিয়ের কথা ভাব ?
ছেলের চাকরি সরকারি  
জানো কতো মাইনে?
এই একটু চেয়েছি বলে
ভেবোনা খেতে পাই নে
এসব কি আর এমনি চাইছি
এতো মেয়ের ই জন্যে,
তাতেও আবার পন পন করে
করছো মাথা হন্যে।
বলিহারি মেয়ের ছিরি তো মুখে ,
এসব নাহলে করাবো না বিয়ে
মেয়ে নিয়ে থাকো সুখে।