আকাশ ভেঙে উঠেছে ঝড়,
ছাইয়ের দাপটে চোখের রঙ লাল
বাড়ি ফেরার তাড়া নেই,
আকাশেও তারা নেই।
শুধু বিদ্যুৎ-এর আলো ঝলসে ওঠে,আর
পোড়া মাংসের লোভে ওৎ পেতে থাকে শেয়াল।
আর আমি হেরে যাই শিরার কাছে
রক্তের স্রোত করে ওঠে প্রতিবাদ
হিংসে হয় আধপোড়া লাশটাকে দেখে,
ও কেমন মরে গিয়ে বেঁচে গেছে।