এমনি একদিন কোনো এক বিকেলে
ঘুরতে ঘুরতে পাগল যখন প্রায়,
আবার এসে বসবো এই ঘাটে
ঠেকিয়ে মাথা তোমার ওই গায়।


তুমি তখন অন্য কারো আলো,
ভুলেই গেছো ভুল কি ছিল আমার ;
দিন বদলের গল্পে তখন তোমার
আমার কথা খুঁজে পাওয়াই সার।


তখনও আমি বসবো ওই ঘাটে,
গল্প করবো তোমার সাথে রোজ;
পালিয়ে তো,সবাই আমরা যাই
আমারও নাহয় হোক না একটু খোঁজ।


দুঃখ যদিও তোমারও খুব হবে,
মাঝে মধ্যে বৃষ্টি নামবে চোখে;
স্মৃতির পাতা উল্টে দেখবে যখন
গল্প গুলো ধরবে গলা চেপে।


কিন্তু জানো?
সেই বৃষ্টিতেও ভিজবে অন্য কেউ
সেই গল্পেও থাকবো নাকো আমি,
আমি তখন পাগলপারা হয়ে
অজানার বুকে জমিয়ে দেব পাড়ি।


আবার এসে বসবো এই ঘাটে
ঠেকিয়ে মাথা তোমার কোমল কোলে;
নাহয় বেকুব বলবে আমায় সব,
তবুও তোমায় ঘুম পাড়াবো বকে।


কাঁদলে তুমি,মুছিয়ে  দেব চোখ
মন খারাপে, গল্প বলবো রোজ;
ভাঙলে মন হাসিয়ে দেব নিজে
পুরনো সুরে নেব তোমায় খুঁজে।


এ জন্মে তুমি সরিয়ে দিলে দুরে
জন্মান্তরে তোমার হব ফিরে,
বসব এসে আবার দুজন ঘাটে
হাতে হাত রেখে চলবো দুজন সাথে।


তখন কিন্তু শুনবো না কোনো বারন
"খাসনি কেন?" বলে তোমার শাসন,
চুপটি করে থাকব বসে সাথে
তাড়িয়ে দিলেও যাবনাকো চলে।


আমি কিন্তু রাগ দেখাবো খুব!
দুষ্টমি সব করিয়ে দেব চুপ,
কিন্তু দেখ আদর করে আবার
জড়িয়ে নেব বুকেতে করে আমার।


তোমার ভালোবাসা হবো দেখো
অনেক আদর তুমিও তুলে রেখো,
এই ঘাটেতে বসবো পাশে যখন
হইনা একা তবুও থাকবো দুজন।


কতো কথাই তো থেকে গেলো বাকি
কতো কবিতা খাতায় পেলোনা স্থান,
পরের জন্মে এক যবে হবো দুজন
দেবনা হতে তোমার মুখ ম্লান।
এ জন্মে নাহয় হারিয়েই থাকি আমি,
জন্মান্তরে ঠিক তোমার হবো জানি।