যে সমাজ শুধু দরকষাকষি বোঝে।
ভালোবাসা মানে যেখানে শুধু ,
ভালো থাকা,ভালো রাখা নয়।
জীবিত অবস্থায় সেখানে শান্তি খোঁজা,
বোকামি ছাড়া আর কিছুই নয়।
তাই সাজানো বিছানাতে ঘুম নেই,
আর মৃতদেহ গুলো শান্তিতে ঘুমায়।
আমারও কটা বন্ধু ছিল তারা মানুষ হয়েছে
আর আমি হয়েছি জীবন্মৃত
তাই শান্তি খুঁজতে মৃত্যু পেতে ইচ্ছে হয়,
ইচ্ছে হয় চিৎকার করে উঠি
শান্তি দাও নিরঞ্জন মৃত্যু রূপে
আমি কেবল মানুষ হতে পারিনি