আর কতটা জঞ্জাল ভরলে
খালি লাগবে না বুকটা?
আর কতোটা অপেক্ষার পর
ক্লান্ত হয়ে যাবে মন?
আর কতটা অবহেলা সহ্য করলে
মনে হয় ভোলা উচিত?
মন যখন বিদ্রোহ করে
কতটা অবচেতনে হেরে যায় শরীর?
কতটা আশাহত হলে
মস্তিষ্ক নতুন আশা করতে ভয় পায়?
মানুষ দোষ করে না
মানুষ দোষ করতে পারে না।
তবুও সে অজুহাত খোঁজে,
মরে গিয়েও বাঁচাতে চাওয়ার
হেরে গিয়েও হার না মানার
আমি পারিনি,
আমার অজুহাতে গলেনি প্রচেষ্টার মন
আমার আভ্যন্তরীণ জেরুজালেমে
প্রত্যেক রাতে রোমান সম্রাট রূপে আসে দুঃস্বপ্ন
আমার ঘুরে দাঁড়ানোর শক্তি নেই
থাকলেও বর্তমানে তা লোপ পেয়েছে,
আমার অন্ধকার হয়েছে প্রিয়
আলোর প্রতিফলন মনে হয় ,
কোনও গুপ্ত ঘাতকের ষড়যন্ত্র।
আমি মুক্তি চাই, মুকুটের কাঁটা থেকে
আমার যীশুর কষ্ট হয়না পেরেকে
রক্তের দাগে পাই না কোনও ভয়
শুধু মুক্তি চাই মানসিক দাসত্বের।