রাতের তন্দ্রা ছেড়ে উঠে,
       ভোরের আলসেমি তে লেপ্টে থাকে প্রেম।
জানালার ফাঁক গলে লুকিয়ে আসা,
       একরাশ রোদ্দুর এসে জড়িয়ে ধরে মুখ।
ভেসে চলে তখনও আদরের নৌকো,
        লজ্জা পরিনত হয় ভালো লাগায়।
নব সাজে নবজীবনের পথে ,
       প্রবেশ করে,জানালা গলা ওই রোদের মতো,
নববধূ।