পলাতক আমি এক
পথ খুঁজে ফিরি
দিগন্ত বিস্তৃত কোনও মাঠের পরে
আমার শিরা উপশিরায় যত নঞর্থক উল্লাস
তারা নিরাপত্তাহীনতায় দুষ্ট
আমি আর পালাতে পারিনা লাবণ্য
আমার রক্ত মাংসে লেগেছে ক্ষয়
আমার নিঃশ্বাসে নিকোটিনের থাবার দগদগে দাগ স্পষ্ট
আমি খুব বুড়ো হয়ে গেছি পালাতে পালাতে
লাবণ্য,আমায় একটু ঘুমোতে দিও
আমার শেষ চুম্বন আজও পায়নি পরিপূর্ণতা
আমার কান্নার শব্দ এখনও তাড়া করে বেড়ায় ঘরময়
আমি আর কাঁদতে পারিনা লাবণ্য, কষ্ট হয়
মনে হয় একগাদা সাম্রাজ্যবাদ চিপে ধরেছে আমার গণতান্ত্রিক টুঁটি
আমার বুকের টিউলিপ বাগানে রাজত্ব করে হরতাল
ওরা থাকার জায়গা খোঁজে
আমি তোমার কোল খুঁজি লাবণ্য


আমার একা থাকতে ভালো লাগে না
আমার কথা বলতে ইচ্ছে করে হাসতে ইচ্ছে করে
একলা ঘরে দম বন্ধ হয়ে আসে আমার
তবুও ক্ষমতাহীন শাসকের মতো বসে থাকি একা
আমার ভূখণ্ডের নীলচে বিষে
ক্ষয় করে যাই হৃদপিণ্ডের অনিন্দ্য
আমি আর পালাতে পারিনা লাবণ্য
আমার ইচ্ছে দের অপমৃত্যুর বোঝা খুব ভারি লাগে আমার
আমার ঋনাত্মকতাকে ততটাই ক্ষমা করে দিও
ঠিক যতটা ভালোবাসা ছিল আমার কাছে
আমি হাঁপিয়ে গেছি লাবণ্য
আমার আর হাসি আসে না
আমি পালাতে চাই না লাবণ্য
আমি ঘুমতে চাই, শান্তির বুকে মাথা রেখে