সেদিন এত কান্নার প্রয়োজন ছিল না,
প্রয়োজন ছিল না হটাৎ বুকে ব্যথার,
বোকার মতো,তোমার চলে যাওয়ার দিকে তাকিয়ে-
প্রয়োজন ছিল না সাইরেনের শব্দে মন ভাঙার।
প্রয়োজন ছিলনা হটাৎ করে মনে পড়ার,
গভীর রাতে ঘুম ভাঙ্গার,ঝোড়ো হাওয়ায় সুখ খোঁজার-
প্রয়োজন ছিল না স্বপ্ন দেখার,
প্রয়োজন ছিল না আবঝা রাতে বাড়ি ফেরার,
অন্য দেশে পাড়ি দেওয়ার,কিংবা পথের সাথী হওয়ার-
প্রয়োজন ছিল না সময়কে এত দোষ দেওয়ার ,
সমাজের নামে থুতু ফেলার,শ্মশানের তাপে হাত সেঁকার-
সত্যি কি প্রয়োজন ছিল না প্রিয়,সেদিন এতো কান্না করার?