শেষ হওয়ার আগে বুঝি
এভাবেই ক্ষয় হয়,
মুছে যায় সব অভিমান যত
চিৎকার করার থাকে না শক্তি,
বোঝানো র থেকে মনে হয়-
চুপ থাকা ই ভালো সবার কাছে।


শান্তি নেমেছিল যেমন শেষ বার
মাঠের ধারে অজানা গাছের তলায়
তেমনি শান্তি নেমে আসুক আবার
সবার বুকে, আমার ও বুকে
ক্ষয় হওয়ার শেষ হোক আমার অস্তিত্বের।