আলো চাই ,
আরও অনেক আলো,
নিঃশব্দে ছুটে চলা নিকোটিনের বুকে ।
আরও প্রান চাই ,
অনেক প্রান,
টুকরো হয়ে যাওয়া মনে।
ক্লান্তি চাই ,
হাড়ভাঙা পরিশ্রমের ক্লান্তি
পাঁজরের খাঁজে জমে থাকা ভালোবাসার প্রতি।
চেতনা চাই ,
পাগল হয়ে আসা মস্তিষ্কে
রক্তক্ষরণ বন্ধ হয়ে যাক শিরায় শিরায়
শীতের রোদ মেখে নিক তোমার সভ্যতা
ফাল্গুনী হাওয়া লেগেছে তোমার চোখে,
একরাশ বসন্ত ভিড় করে থাকুক নতুন পাতায়
তোমার শহর ভালো থাকতে শিখে গেছে।