যুদ্ধ শেষের বাঁশি বেজে উঠলো পূর্ব দিকে
একগাদা ক্ষতবিক্ষত লাশ টেনে নিয়ে এসে জমা করল দল দাসরা
কোনও এক ফাঁকা ক্যাম্পে বসে বারুদের গন্ধ প্রান ভরে নিতে থাকে এক শিশু
শ্রেণী শত্রুদের বিশ্বাসঘাতকতায় সবাই কে হারিয়ে অনিশ্চিত তার ভবিষ্যৎ
সেনাবাহিনীর বুটের চাপে পিষে যাচ্ছে তার সমস্ত সম্ভাবনা
অগণিত আগামীর হাতছানি মরে যাচ্ছে রাষ্ট্রীয় মহামারীতে
তবুও সে হেসে যায় নিজের মনে
যে বুটের তলায় প্রতিদিন তার স্বপ্ন গুলোকে হত্যা করা হয়
তার ভেতরে পা গলিয়ে দিব্যি ছুটে বেড়ায় সে।
অনেক দিন পর পূর্বে সূর্য উঠেছে আজ
কাকতালীয়ভাবে শিশুটি জন্মে থেকে হ্যালোজেন দেখেছে শুধু
যুদ্ধ শেষে আজ তার প্রথম সূর্য দেখা
অবাক করা এক অদ্ভুত ভালো লাগার নেশায় সূর্যের রোদ গায়ে মাখতে থাকে সে
আর পেছনে তার অস্তিত্বের লাশ বোঝাই করে চলে সাম্রাজ্যবাদ