এই শহরের বেড়াজালে
নিত্তান্ত কোলাহলের ব্যস্ততায়
একটা ম্যাজিশিয়ান চাই।


সকালের চার্চে
রাতের বেশ্যার প্রার্থনা
যেখানে কেউ বলবে
দেহ নয় ভালোবাসা চাই।


কর্তা পুরুষের রক্ষিতার পুজোঁর
ধোঁয়ায় চোখের পানিতে
মিনতি ফুটবে
দেহ আর মন মাঝের পার্থেক্যে
কোন এক ম্যাজিশিয়ানের,
যে বলবে আজ ঘুম নয়
চল জোৎস্না দেখি।


শীতের রাতে জোৎস্না পড়া
নদীর ঢেউয়ের বাতাসে
আলেয়ার কপালে
একটা হাতের উষ্ণতা
যেখানে,
পুড়ে চাই হওয়া জ্বরের ঘোর
কেটে যাবে ক্ষনিকে।


নিদারুন আবেশে
পৃথিবীর এক কোণে
ছাই হয়ে পড়ে থাকা
একটি নি:সঙ্গ নেশায় মত্ত
কারো স্বপ্নে কোন প্রজাপতি
চোখ রাঙিয়ে বলবে
বিয়ের পর ওই ঠোঁটে
চুমু খাবোনা যদি
আর সিগারেটের ধোঁয়া জ্বলে।


রিক্সায় রোদের খরতাপে
গলিত কাকা চাচারাও
একটা ম্যাজিশিয়ান চায়
যে ঘরে ফেরা মানুষের
পাতে গরম ভাত আলু ডালে
মাখিয়ে পরম মমতায়
তুলে নিবে পাশে রাখা
শত কাষ্ঠ হওয়া হাত পাখা।


অলিতে গলিতে দরজায়
মনের কল্পনাতে
এই সমাজের পতিতার কুড়ে
কিনবা রাস্তায় জমে থাকা
ময়লার স্তূপে
একটা ম্যাজিশিয়ান চাই।


খুপরিতে আসবে
একদিন হুট করে
হয়তো,
তোর অফিসের চেয়ারে
কিনবা হসপিটালের বেডে
অলস রৌদ্র হয়ে
এক বিকেলে গরম চায়ের কাপে
কিনাবা শীতের চাদরে
ঘন কুয়াশায় হয়ে
তোর স্বপ্নের ম্যাজেশিয়ান।


আমি ম্যাজিশিয়ান নইরে
নিত্তান্ত বাস্তবিক অভিনেতা""""