কবিরা মানুষ নয়
ইচ্ছেহীন এক কাকতাড়ুয়া
শব্দের ব্যঞ্জনে ছন্দ খুঁজেন
আঁকেন সৃষ্টির সুন্দর বিশালতা।


কবিরা মানুষ নয়
কোন এক ফাগুনে হাওয়া
কাশফুল হয়ে শুভ্রতা নিয়ে
বয়ে চলা কোন এক খর স্রোতের ভেলা।


কবিরা মানুষ নয়
যেন সমুদ্রের সাধা গাংচিল
ডানা মেলে উড়ে উড়ে লিখে
জীবনের গান সমেত খোলা ডায়েরি।


কবিরা মানুষ নয়
তব মনুষ্য রূপে ধারণ
সত্যকে রূপ দিয়েছে বর্ণে
জগৎ করে নিয়ে আপন।


কবিরা মানুষ নয়
তাইতো রাখেনি কোন ক্ষোভ
তবু দিয়ে গেছে বুনো লতা
কাল্পনিক চিত্তে মধুরতা
তোমার রাতের ঘুমে স্বপ্ন
ভালোবাসা দিয়ে আগলে রেখেছে সব।