হুট হাট কথা নেই
মাঝ রাত্রিরে জেগে উঠা
চারপাশে চড়িয়ে থাকা অন্ধকার
তবু চোখের ঘাড় অন্ধকারটাই যেন বেশি।


অন্ধ হয়ে গেলুম বুঝি
কিছুই নেই
কি দিন কি রাত্রি
কি মধ্য রাত্রিরে অভাক জ্যোৎস্না
কিংবা চুপটি করে হাসা
দেয়ালে আঠা দিয়ে লাগানো
তোর অমন চেয়ে থাকা ছবিটা দেখে।
নেই,
কোন অনুভূতি নেই চোখে।


আচ্ছা জানিস তো,
চোখের আলোর মত করে
মনেরও যে আলো আছে।
আমি চোখের বদলে
ওই মনের আলো টুকু দিয়েই যে
সত্য টুকু বুঝতে চাই।


কী হবে বল
না ছুয়েতো
এখন তোকেও দেখতে পাই নে।


মিশে থাকা রক্ত কণায়
শোষিত অশ্রু যেন কি বলে
আমি না,
বুঝে উঠতে পারিনা
বুঝতেও চাইনা।
শুধু শুনতে চাই
তোর ওই গলাটা
নিঃশ্বাসের শব্দ টুকু
আর একবার ছুয়ে দেখতে চাই তোকে
ইচ্ছেটাযে আমার বহু দিনের।


বিশ্বাস কর,
অতটুকুতেই আমার চলে যাবে বেশ
আলোহীন অপেক্ষার শেষ কিছুটা দিন""