মুখ কালো করে উড়ে যায় মেঘ
যায় ভিন দেশে উড়ে উড়ে,
আমার সাদা ভেলা খালি রয়
খালি শুধু-ই বৃষ্টির অপেক্ষাতে।


হিম হিম হয়ে জড়িয়ে থাকে শীত
তোর চাদর তলে উষ্ণতা রাখিস
হাতের তালুতে রাখিস রোদ্রু কিরণ,
আহ্বানে যদি ডাক পাই, আমার নিমন্ত্রণ।


এক দিন এসে তুই
রোজ রোজ উঁকি দিস এমন চোখে
বসন্তের কোকিল ডাকে কুহু কুহু
শরতের কাশ ফুল চায় দিতে, শুভ্রতা ছড়িয়ে।


আমি থাকি,  বসে থাকি আনমনে
সমুদ্রের এই গর্জন কোলাহলে
সাধা গাংচিল চলে পিছু পিছু
আমার দৃষ্টি শুধু ঘুরে ফিরে স্বপ্ন হাওয়াতে।


গহিনের সেই বাঁশি
লাগিয়েছি দূর সেই পাহাড়ে
যদি খোঁজ পায় সুর হয়ে উড়ো চিঠি
ডেকে নিবো নীল খামে তোকে, আমারি শহরে।