হাত বাড়ালেই
আঙ্গুল পাই যে হাতে
সে হাতের দুঃখ কত
তা কে ভালো জানে?
আড়াল করলেই
আবডালে উঁকি মেরে
ফের চাউনি শুধুই ফিরে আসে।


নিয়ত জানা তোমায়
তাই বলা হয়না যেওনা
মন জানে তুমি যাবেনা
মন খারাপে তোমায়
আরেকটা পুতুল মনে হয়
মনে হওয়াতে তাই আর
আঙ্গুল ছোঁয়াই না অসাবধানে,


যদি ভেঙ্গে যায় তন্দ্রা পলক
তবে না বিষম পায়
আড়ালের উঁকি
ফাঁকি হয়ে উড়ে যায় আঁকাস পানে।


এ আমার বড্ড ভয়,
করবো করবো করেই
হেসে দাও রোজ খিল খিল
অভিমান ভুলে দুঃখ ভুলে,
অথচ তুমি জানোই-না
অদেখা একটা রৌদ্র ছায়া হয়ে
তোমার হাসি টুকু কেমন প্লাবন
হৃদয়ে ঢেউ খেলে গাঙচিল হয়ে।


তাই জানি,
তুমি আমারি রবে
ছেড়ে যাওয়া টা অসুখ বলে,
আমায় কি আর তুমি অসুখ দিবে??