ভালোবাসা,
আমি রাখবো কোথায় বল!


এত এত যত্ন যত
নিচ্ছে ব্যাধি কেড়ে ই ততো
ওরা মরে গেলেই ছুড়ছে লাশ,
নিচ্ছে না কেউ খোঁজ যে আর
ভালোবাসার বিচ্ছেদ নিয়ে
নিখোঁজ হচ্ছে সব।


প্রেয়সী,  
ঠিকানা হীন অট্টালিকায়
এত শত প্রেম
ভালোবাসার কাব্য রসদ
আমি রাখবো কোথায় বল।


জানি দূরত্বরা হাঁটছে কেবল
দিচ্ছে উঁকি রাত প্রহরে
সুযোগ পেলেই ছিঁড়বে যত
তোর মিথ্যে ভাবনা গুলো রোজ প্রহরে
মুছে যাবে হাসি গুলো
স্বপ্ন চোখে লেগে থাকা ইচ্ছে গুলো
গল্প নামের কাব্য গুলো
দেখিস বিলীন হবে তোর শহরে।


ভালোবাসা নিখোঁজ হলেই
আমায় তুই রাখবি কোথায় বল।