প্রিয়তমা হে,
তোমার জন্যে আমি
প্রতি মাসেই জমাচ্ছি
জমাচ্ছি কিছু পয়সা,
একটু একটু করে।


লাল শাড়ি কিনবো,
কাঁচের চুড়ি কিনবো,
বেলি ফুলের মালা কিনবো,
সাথে লাল লিপিস্টিক।


যদি কিছু বেঁচে যায়,
আরো কিনবো নাক ফুল
পায়ের আলতা, কপালের টিপ
রিন ঝিম শব্দের রুপোর নুপুর।
যদি বল ধার করে হলেও!
হ্যাঁ, আমাকে কিনতে হবে।


সেদিন তোমায় দেখতে যাব আমি
না, হৃদয় পুড়ছে বলে নয়
কিংবা চাইছি তাও নয়।
আমার উপহার গুলো
তোমায় হাসায় কিনা দেখতে,
তোমার রাগ ভুলিয়ে যদি
আমি কিনতে পারি তা
তবে ধরে নিব,
আমি সুখি হয়েছি, সুখ পেয়েছি।


তোমাকে চাইতে গিয়ে আমি
কিনে ফেলেছি হাসি।
হ্যাঁ, তোমার হাসি,
পৃথিবীর অপার সৌন্দর্য।
যদি ফিরে আসতেও হয়,
শুন্য হাতে তুমিহীন
আমি সুখ নিয়ে ফিরবো সেদিন।