এখন কেউ কথা রাখার কথা ভাবে না
তেমন করে কার ও কথা
তোমার কবিতা ছুঁয়ে ওঠা যে সময়কাল
সে সময় ভেবে আমার নিরাকে আবিস্কার ।
আমার নিরার অসুখে , জানে না শহর ।
ছদ্ম নামে লিখে চলছি
নিরার সব খবরাখবর ।
তোমার নিরার কাছে কত দিন হারিয়েছি
জানও , তোমার প্রতি এক ভালবাসার
জণ্ম হয়েছিল --তোমার মৃত্যু আমার ভুবনে নাড়া দিয়েছে
তোমার চলে যাওয়াতে তেমন কিছু লিখিনি,
ভাবছি অনেক ,
দেখি কেউ কথা রাখেনি
আমার জীবনভর ।
আমাকে ভীষণভাবে যে জীবন নিয়ে খেলছে
সে শেষ অবধি কথা রাখেনি।
তাকে জানো ,'বেইমান এর বাচ্চা " বলতে পারি নি,
আমার জীবনবোধে অনেক কিছু আটকায়
অনেক কিছু করে উঠতে পারিনি তবু ও ,
সুনীল তোমার কবিতায়
অন্য এক জীবন খুঁজে পাই
তোমাকে নিয়ে যত ভাবি
ততই তোমার কবিতায় জড়িয়ে যাই ।