দেখিনি রামায়ণের শ্রবনকুমার কে।
  ২০২০  তে স্বচক্ষে দেখলাম তাকে।
তবে সে কুমার নয়, কুমারী,-জ্যোতি কুমারী।


দেখে পনেরো বছরের মেয়েটিকে।
মাথা নত করলাম সম্মান জ্ঞাপনে,
পেটের টানে,ভাতের টানে, আসলো সে
৮০০ মাইল সাইকেল নিয়ে নিজের গ্রামে।
তবে একা নয়, সঙ্গে নিয়ে তাঁর অসুস্থ বাবাকে।


কোথায় গেল দেশের ওই ভ্রুন হত্যাকারীরা।
কোথায় গেল ওই নিন্দুকেরা?
কোথায়  পিতৃ তান্ত্রিক সমাজের কান্ডারীরা?


আয় দেখে যা তোরা,


পিতৃ মাতৃ ঋণ শোধে,
চিরুনি-আয়না ছেড়ে,
তপ্ত বক্র ইস্পাত; দুই হাতে ধরে,
ওই  পনেরো বছরের মেয়েটি-সেলাম তোমাকে।