হে মানবজাতি,রং কে করলে সাম্প্রদায়িক।
যে রঙে তে বিবেকানন্দ করলো বিশ্বজয়,
যে রং হলো ত্যাগের,  
ও সংসার হারার পরিচয়।
সেই রং হয়ে গেল  আজ সাম্প্রদায়িক,
কিছু মানুষের ঘৃণার সহজ সংলাপ।
যে রং পরিধান করে বুদ্ধ করলো বোধি লাভ।
যে রঙে তে ভারত সেবাশ্রম সংঘ দিচ্ছে ত্রান,
যে রঙের শক্তিতে রামকৃষ্ণ মিশন করছে তৈরি ছাত্র শক্তি।
সেই রং নাকি হয়ে গেছে আজ অপবিত্র, নেই তাতে ভক্তি।


আবার যে রঙে তে শায়িত আছে খাজা মঈনুদ্দিন চিশতি,
যে রঙে তে হৃদয় জুড়ায় ফুরফুরা থেকে পাথরচাপরি।
যে রঙে রাঙ্গানো সুন্দর এই পৃথিবী,
সেই রং এখন কিছু মানুষের হয়ে গেছে অরি।
খারাপ লাগে, ভীষণ ভয় লাগে-


তাই তো বলি, ওরে  পাগলের দল,
তোরা ভুলে গেলি এই দুই রঙে রাঙানো যে;
প্রিয় জাতীয় তোরণ।
দুই রঙ কে জুড়েছে সফেদ কাপড়ের এক ফালি,
যেন ভারত মায়ের আঁচল আগলিয়ে রাখা
দুই দামাল ছেলে, দাও সবাই ঐক্যের করতালি।