নাকক্ষত্‌

প্রতিবাদ শব্দটা বড়ো একা বাস করে
সংশয়ে থেকে থেকে দু একটা কাজও করে --
তবে জানোতো পারিশ্রমিক মেলেনা তার --
থেকে থেকে প্রশ্নের চাবুকে এধার ওধার--
দুটো ভাষণ একটা কালো ব্যাচ আর নির্জলা উপবাস,
এগুলো কি গণিতজ্ঞ বানাতে সাহায্য করছে তাই তো??
লাভ-ক্ষতির অঙ্কটা ভালো করে কষাটা জরুরি
উপবাস তো ভারতীয়রা অনন্তকাল থেকে করে আসছে।
কালো ব্যাচটাকে সুধোবে কটা প্রতিবাদের বিজয়কেতন উড়িয়েছে??
হাজারো প্রতিবাদের বিষ নীলকণ্ঠ হয়ে পান করবে পুজ্যপতিরা ,
তুচ্ছ প্রতিবাদ পুজোর ফুল হয়ে ধরা দেবে বন্ধু।
তোমার লাঠিসোটার আঘাত গুদগুদি দেবে
ধ্বংসের কারণটা জানা দরকার সভ্যতা সিন্ধুর।
পরিবার বন্ধনটা সমাজ বাঁধতে দেয়নি
কাছের মানুষটির প্রেম স্বার্থপর হতে মদত করে
তবুও নাম ছাপানোর জুয়াখেলায় দু-একটা সমাজের কাজ হয়ে যায়
যাইহোক,সমাজটা বেঁচে আছে বোধহয়।