অকারণ নিগ্রহের শিকার হচ্ছি অনবরত,
মনের যাতনা পৃষ্ঠ করছি চেপে দাঁতে দাঁ-ত।


এযে নতুন সংজ্ঞা,নিঃশেষের আভাস,
প্রতিটি মূহুর্তে সময়,মোরে করেছে হতাশ।।


অভিপ্রায়ের পোশনীয় ইচ্ছাকি মোর অপরাধ?
যুদ্ধরত পিপাসী সৈনিকের সমহাল।


স্রোতস্বতীর কিনারে দাঁড়ানো শ্রান্ত বেহাল,
কেঁড়ে  নিয়েছে মোর নিধ,সকল আহলাদ।।


সপ্ততল আকাশের মাঝে,অমূল্যনিধি তুমি,
করারে আবদ্ধ হয়ে,হয়েছি আগুয়ান।


হস্তে মোর অঙ্গঁরাগাদি,আছি অপেক্ষমান,
বিলুপ্ততাই নিঃসৃত তাপাংশে,বিষাদিত ভূমি।।