হৃদয়ে আমাকে দেইনি যে ঠাঁই-
মেঘাচ্ছন্ন আকাশ দেখেও ফিরিয়ে নিয়েছে মুখ,
অসাবধানেও যে হাত কখনো ছুঁয়ে যায়নি এ গালে
সোহাগে কিংবা ছুঁয়ে দেখেনি কপালের অসুখ।
তবুও সে আছে আমার সকল অস্তিত্ব জুড়ে
তার অবহেলায় ক্ষত হলেও সে এখানেই থাকুক
করুক সে পদাঘাত আমার নশ্বর দেহে
অশ্রুর সকল ফোঁটা আমার চিতায় গিয়ে পড়ুক।
সে থাকুক ব্যথায় অথবা অনুভূতির সুখে
কিংবা থাকুক অন্তিম নিশ্বাস হয়ে এ বুকে,
তবুও থাকুক সে আমার হয়ে-
যায় যাক তাতে জীবনের পরমায়ু ক্ষয়ে।
থাকুক সে আমৃত্যু দূর আকাশের অরুন্ধতী হয়ে
আদরে স্পর্শে না হয় নাইবা পেলাম,
সে থাকুক এ আত্মার অন্তরের হাহাকার হয়ে
আমার একজন্ম নয় তার নামেই দিলাম।।