অন্তরে নিষ্পাপ কল্যাণ বোধের অভাব!
দৃষ্টি সীমিত ভাবনা পীড়িত চেতনায়;
স্বার্থ সাধনের আঁধারে নিমজ্জিত মুর্খ সমাজ।


স্বার্থান্ধ দিন কানার রাজ্যে একি সর্বনাশ!
শাপ মোচনের সাধ্য নাই কারও;
মৃত্যু ভয়ে বিব্রত জ্ঞানী-গুনীরাও হতাশ।


দারিদ্রতার শহরে করোনার উল্কা বৃষ্টি,
দরিদ্রকে করিতেছে রক্তাক্ত!
মুর্খের সমাজ দরিদ্রকে করিতেছে উপহাস।


সীমাহীন পাপের তুষানলে জ্বলিতেছে ধিকিধিকি,
জ্বলিতেছে বিরামহীন আশাহত বিবেক;
জ্বলিতেছে সবাই, সৃষ্টির সেরা মানুষ-অমানুষ।


তীব্র তাপদাহে মৃত্যুর মিছিলে সারিবদ্ধ লাশ,
প্রকৃতির ক্ষোভ অনলে দগ্ধ বিশ্ব প্রান;
অস্তিত্ব রক্ষায় ক্ষমা করো প্রভু, দাও গো অমিত সাহস।