প্রশান্ত হৃদয়ে  প্রণয়ের আগুন জ্বালিয়ে ছিলো যে জন,
সে আমার মোহ-মায়ার প্রিয়তমা;
সে তো আমারই রহস্যময়ী প্রিয়জন।


স্বপ্ন পোড়া ইচ্ছাগুলো বাতাসে উড়িয়ে দিয়ে ছিলো যে জন,
চঞ্চলা মন, নিমেষে বিলীন করা মোহ-মায়ার ডাইনিটা;
সে তো আমারই রহস্যময়ী প্রিয়জন।


চিতানলে পোড়া পাঁজর ভাঙার শব্দে হেসে ছিলো যে জন,
হাসির অন্তরালে কেঁদে ছিলো সেই মোহ-মায়ার প্রণয়িনী!
সে তো আমারই রহস্যময়ী প্রিয়জন।


চুর চোখে ঘুমহীন রাত্রিতে আজও কাঁদে  যে জন,
অনুশোচনার তুষানলে জ্বলিতেছে মোহ-মায়ার সুস্মিতা;
সে তো আমারই রহস্যময়ী প্রিয়জন।