সূর্যোদয় নিষ্পাপ অসহায়,
সূর্যাস্ত আসামী নিরুপায়।
দ্বি-প্রহরে মমতা,
মৃত্যুই মহান সমতা।


ধনী-গরীব,তরুণ-বৃদ্ধ ,
সুস্থ্-অসুস্থ, পাপী-বুদ্ধ।
নেই কোন ভিন্নতা,
মৃত্যুই মহান সমতা ।


যা কিছু দেখছো, চক্ষু মেলিয়া ;
সবটুকু সত্য নয়, হায়রে দুনিয়া।
সফলতা-ব্যর্থতা,
মৃত্যুই মহান সমতা।