দুঃখ কি ছোঁয়া যায়?
ছুঁতে চেয়েছিলাম
তার অস্তিত্বটুকু অনুভবে রেখেই
বাঁচতে চেয়েছিলাম।


সেই দিন মাস বছর যায়
দুঃখের ছোঁয়াতে ছোঁয়াছে হয়ে
শরীরে গড়েছে স্থায়ী আবাসন ।


কতো রাত গভীরতর নিস্তব্ধ রজনীতে
আমি নিভু নিভু প্রদীপের মতো
একা জেগে করেছি অপেক্ষা।


যদি কোন গোঢ় অমাবস্যায়
কোন নিরব রাতে আগমন ঘঠে
হারিয়ে যাওয়া প্রাচীন সেই  সুখ।


নিরাশ আমি,হবে না দেখা
আসবে না সে,
তবুও প্রতিক্ষা।
এই প্রতিক্ষাই এখন বেঁচে থাকার রসদ
না,এখন আর রাত জাগা
কোন কিছু পাওয়ার জন্য না।


ভয়ে ভয়ে জেগে থাকা
হৃদপিন্ডের ক্রিয়াকলাপে আজ সন্দিহান
কেন জানি মনে হয় আমি ঘুমিয়ে গেলে
সেও ঘুমিয়ে যাবে।
তবে এখন আর একা জাগিনা
আমাকে সংগ দেয়
রাতের আকাশ চাঁদ তাঁরা
গান গেয়ে শোনায় নিরব রাতের ঝিঝিপোকা।