প্লীজ ফিরিয়ে নাও
তোমার স্বৈরাচারী রাত।
আমি পারবো না
সত্যিই আমি আর পারবো না,
তোমার স্বৈরাচারী রাত্রির পাহাদাড়
হয়ে থাকতে।
যেখানে অন্য কারো প্রবেশ নিষেধ,
চারদিকে শুধুই নিরেট নিস্তব্ধ কষ্টরা
ঘুরে বেড়ায় ।
এখানে সেখানে সবখানেই কেবল তোমার
এককছত্র আধিপত্য।
আকাশের নিরব নিরপেক্ষ চাঁদেও
তোমার নিরবচ্ছিন্ন বিচরণ।
মাঝরাতে আকাশ থেকে খসে পরা
তাঁরাটাও স্বরণ করিয়ে দেয়,
একারা টিকে থাকেনা ঝরে পরে।
জোনাকির আলো জ্বলা প্রতিটি ক্ষনে
তোমার অস্তিত্ব অনুভবে।
ঝিঝিপোকার নিষ্ঠুর স্বরেও
আমাকে বুঝিয়ে দেয়,
একাকিত্ব কতোটা করুন।
বৃষ্টির রিমঝিম ছন্দেও খুঁজি
তোমার মহীনি সুর।