ছেলে বেলার খেলা শেষ
   মেয়ে বেলার শুরু,
পড়াশোনার মাঝে মাঝে
     বুক দুরু দুরু।
পড়াশোনা পরীক্ষায়
   নেই আবিরাম,
  ছুট ছুটি ধরা ধরি
  ঝরছে শুধু ঘাম।
শেষ নেই শুরু নেই
    অন্তহীন চলা,
এ চলার সাথে সাথে
বসছে বইএর মেলা।
  ছুটি ছুটি রবিবার
। যেই কাছে আসে,
বই মেলার বই গুলি
  সব যেনো ভাসে।
সব ছাড়িয়ে মাঠ পেরিয়ে
    হব আমি পার,
যতই বাঁধা বিপদ আসুক
। মানছি নাতো হার।