নদীর ঘাটের কাছে
নৌকা টি আজও বাঁধা আছে,
নেই শুধু তুমি আর আমি
কথা রয়ে গেছে,
হাতে হাত দুটিতে মিলে
ভেবেছিলাম হব পার,
নেইকো তুমি পড়ে আছি আমি
নিয়ে দুঃখ হাজার,
দুঃখ যদি শেষ হয়
বেদনা এসে দাঁড়াই,
বেলা শেষ হলে আজও
দুপ্রন্তে তুমি আমি গেছি হারায়,
পাল নৌকা আজও চলে
তুমি নেই কোথাও
আসবে কি ফিরে আমার মনে
নতুন করে হোথাও,
ভালোবাসা শেষে ঘৃণা
উড়িয়েছে যে নিদ্রা
শুকবেনা কোনো আঘাতই
যতই দাওনা হরিদ্রা,
কাটা ছেরায় আজও তুমি
দিচ্ছ যে নুনের ছিটা
হব কি আমি সব ছাড়িয়ে
তোমার মনের কেও কেটা।