ঘাসের নরম ডগার মত চার পায়ে হেঁটে আসে বিষন্নতার ভোর-ভোর কাটিয়ে উঠতেই অঝড়ে ঝড়ে পড়া অবিরাম বৃষ্টিধারা...!
রাতে-রা অত'টা দ্রুত আঁধার লুকাতে পারে না,
যত'টা দ্রুত সকাল হয়।
গোধূলি আর ভোরের পার্থক্য কেবল লগ্নেই বোঝা যায়।
ভোরে যে পাখির রঙ আসমানি,
গোধুলি তে তার রঙ নীল'চে বেগুনিতে রুপ নেয়...!!
কিছু অপ্রাপ্তি মিশে থাকা কষ্ট বিষন্নতায় ভীড় জমায় মনের প্রতিটি কোনে...!
বৃষ্টি ভেজা সকালের ভেজা ঘাসের শিশির বিন্দুতেও মিশে থাকে অপ্রাপ্তিটুকুর চিহ্ন।
খুব করে তখন উদারতা ভর করে,মনের অজান্তেই।
লুকিয়ে রাখা কষ্ট আর কিছু মনের বোবা কান্না, কিছুতেই লুকিয়ে রাখা সম্ভব হয়না।।
ঝড়তেই থাকে অবিরামে....!!
কিছু অজানা ভঙ্গিতে বেয়ে পড়া আকাশের সেই বৃষ্টি বিন্দুর মতই।