মৃত্যু হয়ে ছুঁয়ে দিবে যখন,তোমায় না পাওয়া অসুখে।
তবে শেষ বিদায়ে কি আসবে ছুটে,নাকি থাকবে তখনো অভিমান জড়ানো মুখে।
তোমাকে যেদিন প্রথম হারিয়েছিলাম,মৃত্যু তখনো ছুঁতে পারিনি আমায়।
তবে স্মৃতিগুলোকে ঘুমন্ত করে দিয়েছিল।


একটা গভীর কষ্ট,তোমাকে হারানোর এক একটা দীর্ঘশ্বাস ধীরে ধীরে বাসা বাধে মনে।
মনটার বিশালতা ছিল তখনো আকাশ সমতুল্য,
প্রতি মূহর্ত এর বিষাদ, হারিয়ে যাওয়া সময় মনটাকে গ্রাস করেছিল।
আর মনের জায়গাটার পরিমান কমিয়ে  দিয়েছিল।


আস্তে আস্তে মনের জায়গাটা তোমার প্রতি এতটা কমে আসছিল, যতটা কমলে মৃত্যু আমায় ছুঁয়ে দিতে পারে।


অনেক রাত তোমার অভিমান ভাঙাতেই যখন পার করতাম,
তখনো মনে বোবাকান্নারা পারিনি তাদের নিজেদের মত জুড়ে বসতে।


তোমাকে হারানোর সাথে সাথেই থোকা থোকা অন্ধকাররেশ এসে আলোগুলোকে  কেড়ে নিয়েছিল।
তোমার চলে যাওয়ার সিন্ধান্ত যখন অটুট রেখেছিলে,
তখনো শুধু তোমাকে জড়সড় ভাবে আঁকড়ে ধরতে চেয়েছিলাম।


তোমার চলে যাওয়ার ক্ষত এখন পরিপূর্ণ রুপে গ্রাস করেছে আমায়,তাই এখন তোমায় ছেড়ে যাওয়ার সময় হলো....!
আমায় ছেড়ে যখন তুমি পেলে মুক্ত আকাশ,নতুন করে বাঁচার পথ।
ঠিক তখনি মৃত্যু আমায় ছুঁলো,  
তোমার বিপরিতে পেলাম এক অজানা জীবনের পথ...!!

এখন বারবার মৃত্যু দেখতে আসেনা আমায়,
মৃত্যুতেই ছুঁয়েছে ঠিক যেভাবে হারিয়ে ফেলেছিলাম তোমায়..!!