তুমি বরং থেকে যেও আমার সকল অপ্রাপ্তির অস্তিত্ব জুড়ে,
আমার সকল অদেখা সাম্রাজ্যে,সকল না থাকায়,বিরহে বিষন্নতায়..!
যেভাবে না থেকেও মানুষ রয়ে যেতে পারে জীবনের সবটুকু শূন্যতায়।
কখনো যোগাযোগহীনতা দাঁড়াই আমায় রেখে দিয়ো
তোমার মনের অমিল অধিপত্যের অসমাপ্ত অচল,
অস্পর্শনীয় ছোঁয়ার প্রবল ঘোরে।
আগলা বাহুডোরে ছেঁড়া বন্ধনেই না হয় আরো
একটাবার আটকে দিয়ো আমায়।
তোমার দায়হীন ক্ষমতার,ঘরহীন পৃথিবীতে কিংবা
আকাশের মত বিশাল আশ্রয়স্থল জুড়ে।
ছেড়ে যেতে পারো সবটুকু আবদ্ধ বন্ধন,
ভুলে যেতে পারো দুজনের প্রতিশ্রুতি।
যেভাবে একটা পাখি মুক্তির স্বাদ নিয়ে আকাশে উড়ে,
সেইভাবেই না হয় তোমার আকাশে তুমি স্বাধীন রুপে উড়ো..!
অধিকারহীন, অদৃশ্য অস্তিত্ব জুড়েই না হয় রেখো আমায়,
থাকবো তবুও না হয় তখনো বিশ্বাসের স্মৃতির খানিকটা দেয়াল লেপ্টে।
পুরোপুরিভাবে আমার নাইবা থাকলে,
ভেঙে যাওয়া অধিকার জুড়েই তবে থেকো..
সর্বশেষে তুমি তোমার মাঝে একটুখানি আমায় রেখো..!
তোমার দৃষ্টির প্রতিহিংসার চাদরে যতই রাখো জড়িয়ে আমায় তুমি..
সবকিছু ভুলেই,বুঝেও অবুঝেই বলতে চাই,
"তবুও তোমারি আমি..
তবুও তোমাকেই ভালবাসি".....!!!:)


"তবুও ভালবাসি"