আমি তেরশো কোটি বছর,
প্রিয় শুধু তোমার জন্য অপেক্ষার প্রহর গুনেছি।
যুগ যুগ কাটিয়ে প্রিয় তোমায় মনে অর্পন করেছি।
সেই তোমাকে হাজারও অপেক্ষার পরেও হারিয়েছি,
তবে অপেক্ষার শেষ এইখানেই হয়নি...


আকাশকে মনস্থির করে তোমার জন্য একটা জায়গা করেছি,
মনকে সমুদ্রের গভীরতায় নিক্ষেপ করে
তোমার জন্য সারাজীবন বয়ে যাওয়ার ক্ষমতে অর্জন করেছি...
বর্ষমুখী বৃষ্টিতে প্রিয় তোমাকে খুঁজেছি হাতটা বাড়িয়ে,
সে হাতটা আমার শূন্যে বেদনায় বিষাদরুপে ফিরে এসেছে বারবার,
তবুও এই অবসান ঘটেনি...


আমার ঘুমে যে তুমিটাকে পেয়েছি জীবনের প্রতিটিক্ষনে,
সে তোমাকেই হারিয়েছি ঘুম ভাঙতেই অন্ধকার নগরীতে...!
কোন এক বসন্তে সারাটি ঋতু তোমাকে ভেবেই লিখেছি..
শরতের বিষাদরুপকে কাটিয়ে প্রকৃতি থেকে আমি অমরত্ব গ্রহন করেছি।
যাতে আরো শত শত কোটি বছর পরেও একটাদিন অন্তন তুমি আমার হবে..!


শরত পরে হেমন্তেই ছিল শুধু তোমায় দেখার আকাঙ্খা,
যেটা ছিল আমার পুরো বছরের আক্ষেপ..!
তোমাকে দেখতে চেয়ে দেখা হবেনা ভেবেই শত বছর শুধু ঘুমিয়ে পার করেছি...
ঘুম বিদায়ের সাথে প্রিয় তোমাকে দেখার আক্ষেপকে বিদায় জানিয়েছি।


তবুও আজ সেই প্রহরের শেষ দেখিনি...
তোমার করা উপেক্ষার পর কেটেই চলেছে সেই অপেক্ষার শীর্ষ থেকে শেষ সীমানায়...!


জানি এই অমরত্বের শেষ নেই,সাথে শেষ নেই তোমাকে পাওয়ার আশা....
আরো তেরশো কোটি বছর পার করার স্বাদ জাগে মনে,
জাগে চোখে চোখ রাখার ইচ্ছা...!
প্রিয় তোমাকে ফিরতে হবে আবারো,
জানি তুমি ফিরবে ভেবেই
বাঁচিয়ে রেখেছি আজো সেই অপেক্ষা...!!:)