বঙ্গ মায়ের দামাল ছেলে তোমায় শুধু সাজে,
তাইতে তোমার বজ্র বিনা অগ্নি সুরেই বাজে ।
সেই সুরেতে সুর মিলাইয়া,
বাঙ্গালীরা যায় গাহিয়া ।
বজ্রাকারে অস্ত্র নিয়া রণ সজ্জায় সাজে,
বাঙ্গালীদের বীর্জধারা দর্শাইল কাজে ।
ন্যায্য দাবি অর্জনিতে পাক সাহিদের তরে,
বন্ধি হলে পশ্চিমাদের অন্ধ কারাগারে ।
কিন্তু একি বিধির বিধান,
উড়লো তোমার বিজয় নিশান ।
বিশ্ব ঘুরে আসলে তুমি মহাবীরের সাজে,
দিগম্বরী বঙ্গমায়ের স্নিগ্ধ বুকের মাঝে ।
পুত্র পেয়ে বঙ্গমাতা হলেন বড় খুশি,
পুত্র বলে মাগো আমি তোমায় ভালবাসি ।
তোমায় ভালবাসতে গিয়ে,
খেলছি খেলা জীবন নিয়ে ।
শত্রুরা সব যায় পালিয়ে মরছে তারা লাজে,
আট কোটি বীর পুত্র এখন তোমার বুকের মাঝে ।
তোমার অভাব করবে পুরন আষ্ট কোটি ছেলে,
সকল অভাব যাইবে দুরে মোদের বুকে পেলে ।
রক্তজবা ফুলের মতন,
উড়বে তোমার বিজয় কেতন ।
বাহু তুলে নাচবে দুলে নীল আকাশের মাঝে ।
দেখবে তুমি পরাণ ভরে নিত্য সকাল সাজে ।