অন্তের মাঝে অনন্ত আর সসীমের মাঝে অসীম লুকায় !
বৃষ্টির মাঝে বজ্র লুকিয়ে ধরণীর বুকে চমক লাগায় !
বিশ্বগ্রাসী লুকিয়ে রয়েছে অনু অথবা পরমাণু মাঝে !
মহা সাধকের আত্মগোপন ইতর অভদ্র জন সমাজে !
বিন্দুর মাঝে সিন্ধু লুকিয়ে রহিয়াছে অতি সঙ্গোপনে !
দুঃষ্প্রাপ্য পরশ পাথর লুকায় রয়েছে তুচ্ছাবারণে !
মহা প্রলয় রাজ আছে লুকাইয়া নোংরা ক্ষুদ্র কাষ্ঠ শীরে !
হিরা কাঞ্চন মানিক মুক্তা লুকায় রয়েছে সাগরের নীড়ে !
মৃগ নাভীতে রহিয়াছে লুকি মহা সুগন্ধি কস্তুরী বালা !
সৃষ্টির মাঝে স্রষ্টা লুকিয়ে সৃষ্টি করেছে মহান উজ্বালা !
তন্দ্রার মাঝে লুকায়িত আছে রোমাঞ্চকর স্বপ্নরাজণ !
বিশ্বের যত সর্বে সর্বা সবাই করেছে আত্মগোপন !
জগতের যত মানব গোষ্ঠী জীবনে তাদের নাই কো বিকাশ !
তাই তো মানুষ জগতের বুকে করিয়া বেড়ায় আত্মপ্রকাশ !
__________আলহাজ্ব কবি এস এম আব্দুস সাত্তার !
_______________হিদিয়া ,অভয়নগর ,যশোর !