জানিনা অতীতে ছিল এ বাড়ীটা কার?
বাপ দাদা বলেছেন এ বাড়ী আমার!
বাপ দাদা গেছে চলে ,আমি এবে তার ছেলে!
আমি বলি এ বাড়ীটা আমার আমার!
আমি মরে গেলে হবে আমার বেটার!
সেও তো মরিয়া যাবে ,তারপরে কার হবে?
তারপরে তার হবে যদি কেউ থাকে বংশধর!
সে মরে গেলে হবে আর এক জনার!
এই ভাবে ক্রমাগত,হয়ে যাবে সবি গত!
যে আসিবে সে বলিবে আমার আমার!
কিছু দিন পরে নামও ভূলে যাবে তার!
মশা মাছি ছাড়পোকা ,আমারে বানায় বোকা!
আমার এই ঘরে এসে করে অধিকার!
তারা বলে মানুষেরা মোদের আহার!
তেলাপোকা টিকটিকি ,বাসা বাঁধে চড়াপাখি!
ইঁদুরেরা হেকে বলে এ বাড়ি আমার!
উইপোঁকা সব কেটে করে ছারখার!
মাকড়সায় ফেলে জাল, বলে মোরা চিরকাল!
বাপদাদা এইখানে বেঁধেছিল ঘর!
তাদের ওয়ারিশ আমি এ বাড়ী আমার!
হাস মুরগি গরু ছাগল ,আমাকেই করে পাগল!
তারা বলে মানুষেরা মোদের চাকর!
মোদের সুখের লাগি বেঁধে দেয় ঘর!
মলমূত্র ছাপ করে ,ঘাস কেটে দেয় মোরে!
দিবানিসি করে কত যত্ন আমার!
আমার সাথে এ বাড়ির তুলনা কাহার!
বাড়ীওয়ালা বলে ভাই ,বসে বসে ভাবি তাই !
সকলের এ বাড়িতে সম অধিকার!
আমি কেন এ বাড়িতে থাকি অনিবার??
______________আব্দুস সাত্তার !!
________হিদিয়া ,অভয়নগর ,যশোর !!